মোহাম্মদপুরে ছিনতাই-চাঁদাবাজ নির্মূলের দাবিতে বিক্ষোভ
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ নির্মূলে ৭২ ঘণ্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযানসহ ৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে জুমার নামাজ শেষে এ বিক্ষোভ সমাবেশ হয়।
এসময় বিক্ষোভকারীরা জানান, ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
৭২ ঘণ্টার মধ্যে যৌথবাহিনীর অভিযান দাবি করে তারা বলেন, না হলে আবারও মোহাম্মদপুর ও আদাবর থানা ঘেরাও হবে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিট পুলিশিং ও পুলিশের টহল বাড়ানোর দাবিও জানান তারা। পরে, মিছিল নিয়ে মোহাম্মদপুর থানার সামনে যায় শিক্ষার্থীরা। তবে, গেট বন্ধ থাকায় সেখানেই শেষ হয় কর্মসূচি।
আরও পড়ুনএক বিক্ষোভকারী বলেন, মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাই হয়, ডাকাতি হয়। তিন রাস্তার মোড় এলাকায় সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়।
অপর এক বিক্ষোভকারী বলেন, ‘এই রাহাজানির পর আমরা বার বার তাদের (প্রশাসন) সাথে কথা বলেছি। উনারা কোনোভাবেই ছাত–জনতার সঙ্গে এক হয়ে কথা বলেন না।’
মন্তব্য করুন