ভিডিও শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের ৯ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালমারীর গুনবহা গ্রামে জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ ও নাসির বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। 

আরও পড়ুন

 

এ বিরোধের জেরে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাবেক কাউন্সিলর ফরিদের ছেলে রাহুল আহমেদ ও নাসির বিশ্বাসের ভাতিজার সঙ্গে স্থানীয় একটি সিঙ্গারার দোকানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর দুই পক্ষের লোকজন ঢাল-সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা খানেক ধরে এ সংঘর্ষ চলে। পরে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, গুণবহা গ্রামে দুপুরে সংঘর্ষের ঘটনা শুনে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করতে পারেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা এবং রেহাই

খালেদা জিয়া খাচ্ছেন তারেক রহমানের বাসায় তৈরি খাবার 

প্রথম জয় পেলো সিলেট : শাকিব খানের ঢাকার টানা ছয় হার

পাবনার বেড়ায় কর্মহীন মৃৎশিল্পীরা ঝুঁকে পড়ছেন অন্য পেশায়

বগুড়ার তালোড়ায় পারভিন সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও

নীলফামারীর সৈয়দপুরে দোকানের তালা কেটে ৮ লাখ টাকা চুরি