টেকনাফে নগদ টাকা ও ৩০ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজার টেকনাফ লামার বাজারের খালঘাটে একটি কাঠের নৌকায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫০ হাজার নগদ টাকা ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড সদস্য কর্তৃক কক্সবাজারের টেকনাফ লামার বাজার সংলগ্ন ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঅভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করা হয়। কাঠের বোটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৫০ হাজার উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন