ভিডিও সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা শুনালেন রুনা খান

যৌনপল্লীতে কাজের অভিজ্ঞতা শুনালেন রুনা খান, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : এবারের ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ‘বাংলাদেশ প্যানারোমা’ জায়গা পেয়েছে রুনা খান অভিনীত সিনেমা ‘নীলপদ্ম’। এ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্রে কাজ করার অভিজ্ঞতা শুনিয়েছেন রুনা খান।

‘নীলপদ্ম’ ছবিটির শ্যুটিং হয়েছে খোদ দৌলতদিয়া যৌনপল্লীতেই। সেখানে শ্যুটিংয়ের কাজে প্রথমবারের মতো যান তিনি। সেখানে যৌনকর্মীদের জীবন, সামাজিক অবস্থান অনুধাবন করার চেষ্টা করেছেন। কাজের ফাঁকে তাদের সময় পেয়েছেন, মিশেছেন একটু কাছ থেকেই।

সেই অভিজ্ঞতা তুলে রুনা খান বলেন, ‘প্রথম গেলাম তো, মানুষ হিসেবে তাদেরকে খুব কাছাকাছিই দেখলাম। এই যে শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা তাদের থেকে পেয়েছি, তারা এসে আমার সাথে গল্প করেছে। আমিও ঘরে বসে ওদের সঙ্গে গল্প করছি, ওরা আমার সঙ্গে সিসিমপুর নিয়ে গল্প করছে, ফ্যামিলি ক্রাইসিস নিয়ে গল্প করছে, ইউটিউবিং নিয়ে আলোচনা করেছে, শাকিব খানের সিনেমার কথা বলছে- মানে, আমি তুমি যা করি, ওরাও তাই করে।’ অভিনেত্রী বলেন, ‘ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকা নির্বাহ করে। আমাদের কাপড়টা ধোয়া হলেও যেমন অসুবিধা নেই, ওদের কাপড়টা ধোয়া হলেও পরতে অসুবিধা নেই। এছাড়া আমি, তুমি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।’

আরও পড়ুন

কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় রুনা খান। বিশেষ করে খোলামেলা পোশাকে বেশি আলোচিত এই অভিনেত্রী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

দশ জনের ইউনাইটেডের সঙ্গেও পারেনি আর্সেনাল

ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না : খাদ্য উপদেষ্টা

জবি’র প্রধান গেটে শিক্ষার্থীদের তালা

দুদক’র মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হেনরী

সাবেক সুপ্রিম কোর্ট বারের নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে