ভিডিও সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটনের বাদ পড়ায় যা বলছে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটনের বাদ পড়ায় যা বলছে বিসিবি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের না থাকা। নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সবশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল সেরা আট দল নিয়ে গঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ রোববার বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি লিটন দাসের। তবে লিটনের না থাকা প্রশ্নে উত্তর দিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন লিটন। মূলত তার প্রতি দলের আস্থার জায়গাটা খুঁজে পাননি প্রধান নির্বাচক। লিপু বলছিলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশ’র কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের উপর।’ 

আরও পড়ুন

লিটন কুমার দাসের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু ‘তারপরও আমরা তার ওপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ

বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ী আলম গ্রেপ্তার

অপরাধ বাড়ছে

বগুড়ায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

রংপুরে শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবের ছবি

বগুড়ায় নির্ধারিত সময়ের মধ্যে চাল সরবরাহে ডিসি’র আহ্বান