‘ইন্ট্রোভার্ট’ বা অন্তর্মুখী মানুষ নানা গুণে গুণান্বিত
লাইফস্টাইল ডেস্ক : ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানুষেরা স্বভাবতই নিজের মধ্যে গুটিয়ে থাকে। এক্সটোভার্ট বা বহির্মুখী মানুষের মতো তারা সরব নয়, তবে ইন্ট্রোভার্টরা বরাবরই নানা গুণে গুণান্বিত হন, বলে মত বিশেষজ্ঞদের।ইন্ট্রোভার্টরা সহজে কারও সঙ্গে মিশতে চান না বা পারেন না। ফলে অনেকেই তাদেরকে অহংকারী বলে ভেবে নেন। আবার তারা বিভিন্ন অনুষ্ঠান কিংবা লোকজনের মধ্যেও যেতে পছন্দ করেন না। ফলে অসামাজিক মানুষ হিসেবেও বিবেচিত হন।
আসলে ইন্ট্রোভার্টরা গুটিকয়েক মানুষের সাহচয্যে থাকতেই পছন্দ করেন। তবে এ ধরনের মানুষদেরকে একদমই বোকা ভাববেন না কিংবা অবজ্ঞা করবেন না। কারণ সৃজনশীলতা কিংবা জ্ঞান-বিজ্ঞানে এরা অনেক সময়ই এক্সটোভার্ট বা বহির্মুখীদের ছাড়িয়ে যেতে পারে।
‘ইন্ট্রোভার্টেড লিডার: অন্তর্মুখী ব্যক্তিরা একা সময় কাটানোর মাধ্যমে শক্তি পান। এটা অনেকটা ব্যাটারির মতো যে, তারা রিচার্জ করে। এরপর তারা মানুষের সঙ্গে সত্যিই সুন্দরভাবে সংযোগ করতে পারে।
ইন্ট্রোভার্ট বা অন্তরমুখীদের বৈশিষ্ট্য
একা সময় কাটানো : ইন্ট্রোভার্টরা নিজের একাকিত্বকে উপভোগ করেন। এমনকি ছুটির দিনেও বাসায় শুয়ে-বসে অলস দিন কাটাতেই পছন্দ করেন তারা। ঘরে বসে টিভি দেখা, বই পড়া, আঁকা-আঁকি কিংবা ঘরের কাজকর্মে দিন কাটাতেই তাদের বেশি ভালো লাগে।
হৈ-হুল্লোড় পছন্দ নয় : কোনো ধরনের উৎসব বা অনুষ্ঠানে ইন্ট্রোভার্টরা থাকতে অস্বস্তিবোধ করেন। আর গেলেও তারা হয়তো বেশিরভাগ সময়ই অনুষ্ঠানের কোনো এক কোনে বসে থেকে অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরে।
কাজের উৎসাহ হারিয়ে ফেলে : ইন্ট্রোভার্টদের মনে এক আলাদা ব্যক্তিসত্ত্বা বাস করে, যে সব সময় এদের মনে ভীতির সঞ্চার করে। কোনো সৃজনশীল কাজের চিন্তা মাথায় এলেই তার অন্তর্বাসী সত্ত্বাটি বলে দেয়, ‘তুমি কাজটি পারবে না’। এতে কাজের উৎসাহ হারায় তারা।
আরও পড়ুনসহজে কারও সঙ্গে মিশতে পারে না : ইন্ট্রোভার্টদের প্রধান সমস্যা, এরা খুব সহজে মানুষের সঙ্গে মিশে যেতে পারে না। তবে এদের মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো চিন্তাবিদ, কিংবা বেশ বুদ্ধিমান হন। এরা খুব ভালো শ্রোতা হতে পারে, তবে সবার সামনে বক্তৃতা দিতে তারা অস্বস্তিবোধ করেন।
অনেক মানুষের ভিড়েও একাতিত্ব বোধ করেন : অনেক মানুষের ভিড়েও অন্তরমুখীরা একাকিত্ব বোধ করেন। কারণ বেশি ভিড় বা লোক সমাগমে ঘাবড়ে ওঠেন তারা। ফলে জনতার মাঝেও সে একাই থেকে যায়। এই ভিড়ের চেয়ে তারা কাছে নিজের ঘরে বসে একাকী সময় কাটানোই সহজতর মনে হয় ইন্ট্রোভার্টদের।
অপরিচিতদের সঙ্গে সহজে মিশতে পারে না : অপরিচিত ব্যক্তিদের সঙ্গে নিজ থেকে আলাপ করতে সংকোচবোধ করেন ইন্ট্রোভার্টরা। এমনকি এরা পরিচিতদের সঙ্গেও কম কথা বলায় অভ্যস্ত। অনেকেই এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করেন, তবে সংকোচবোধের কারণে তারা সহজে মানুষের সঙ্গে মিশতে পারেন না।
মন্তব্য করুন