ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী রহিম সরকার গ্রেপ্তার

সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী রহিম সরকার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (১২ জানুয়ারি) বাসন থানা পুলিশের এসআই সজিব দত্ত ভিটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। রহিম সরকারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।  

বাসন থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্কুলের বারান্দায় পা না দিলেও রহিম সরকার অত্যন্ত ধূর্ত প্রকৃতির। কখনো সাংবাদিক, কখনো পুলিশ আবার কখনো ম্যাজিস্ট্রেট পরিচয় দিতেন নিজেকে। তার প্রতারণা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত উঠে আসে। এমনকি ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে সাধারণ জনতা। তবে তারপরও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে রহিম সরকার। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিব সরকারসহ একাধিক নেতার সঙ্গে পোস্টার থাকলেও প্রতারণার কারণে কোথাও স্থায়ী হতে পারেননি প্রতারক রহিম। সবশেষ সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পেছনে ভিড়েন। ছেলে জাকির হোসেনকে বানান, জাহাঙ্গীর আলমের সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপর আরও ভয়ঙ্কর হয়ে উঠে রহিম সরকার। 

আরও পড়ুন

স্থানীয় একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রহিম সরকার দীর্ঘদিন দক্ষিণ কোরিয়া ছিলেন। সেখান থেকে দেশে ফেরার সময় জনৈক বাংলাদেশি কয়েক লাখ টাকার মালামাল দিয়ে দেন পরিবারকে দেয়ার জন্য। কিন্তু রহিম সরকার মালামাল না দিয়ে সেগুলো আত্মসাৎ করেন। এ নিয়ে স্থানীয় সালিশ হলেও ফেরত দেননি। রহিম সরকারের স্ত্রী সাবেক এসপি হারুনের ঘনিষ্ঠ হওয়ায় কাউকে পাত্তা দিতেন না। এমনকি এসপি হারুনের ক্ষমতায় মানুষকে নানাভাবে হয়রানি করতেন। 

জমি জালিয়াতিসহ একাধিক প্রতারণার সঙ্গে জড়িত রহিম সরকার ৫ আগস্ট চৌরাস্তাসহ গাজীপুর মহানগরের কয়েকটি এলাকায় তৎকালীন পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে মারামারিতে জনবল সরবরাহ করেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিন জানিয়েছেন, এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

ফরিদপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মা নিহত 

সেন্টমার্টিনে শটসার্কিটের আগুনে ২ রিসোর্ট পুড়ে ছাই

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় শিক্ষিকা নিহত  

নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু