ভিডিও সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

আজও বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীর কান্দাপাড়া নদীর ওপর সেতু

আজও বাস্তবায়িত হয়নি ফুলবাড়ীর কান্দাপাড়া নদীর ওপর সেতু। ছবি : দৈনিক করতোয়া

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি কান্দাপাড়া নদীর ওপর সেতু। এটি ঝুকিপূর্ণ সাঁকো দিয়ে পাড়াপাড় হচ্ছেন হাজারো মানুষ। এতে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। এটি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে। সেতুটি নির্মাণ করা হলে পাল্টে যাবে চরাঞ্চলে দৃশ্যপট। প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের।

জানা যায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কান্দাপাড়া নদীর ওপর দীর্ঘদিন থেকে একটি ব্রিজের দাবি জানিয়ে আসছেন দু’পাড়ের মানুষ। এই নিয়ে নদীপাড়ে মিছিল, মিটিং ও মানববন্ধনও করা হয়। জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি এখনও। অথচ নির্বাচন আসলে কদরবারে ওই এলাকার জনগণের।

স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে খোঁজ নেন না কান্দাপাড়া নদীর সেতুর। ফলে স্থানীয় গ্রামবাসীরা চাঁদা তুলে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন। এই নড়বড়ে সাঁকোর ওপর নির্ভর করে কান্দাপাড়া, ঝাউকুটি, খাড়াপাড়া, জামাকুটি, কলাবাগান, আনন্দবাজার, খারুরা বাজার ও চর গোড়ক মন্ডল গ্রামের ৩০ হাজার মানুষ। সাঁকোটির পশ্চিমে রয়েছে ধরলা এবং পূর্বে রয়েছে কান্দাপাড়া নদী।

ওই চরে রয়েছে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় এক হাজার শিক্ষার্থী ওই বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের ঝুকিপূর্ণ ওই সেতু পাড়াপাড় হয়ে প্রতিনিয়ত স্কুলে যাওয়া আসা করে থাকে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা হজরত আলী, আব্দুস সোবাহান ও মমেনা বেগম বলেন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সরকারি ভোট আসলে আমাদের কদর বাড়ে। প্রার্থীরা সেতুটি তৈরির প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট নেয়ার পর সেতু দেওয়ার কোন খোঁজ রাখেন না। কান্তপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক মনু বলেন, ওই সাঁকো পাড়াপাড় হতে গিয়ে অনেক ছেলে-মেয়ে নিচে পড়ে গিয়ে আহত হয়েছে। অনেকেরই বই-পত্র পানিতে পড়ে ভিজে নষ্ট হয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হাছেন আলী জানান, বহুবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করা হয়েছে সেতুটি বাস্তবায়নের জন্য, কিন্তু কোন সদুত্তোর পাওয়া যায়নি। উপজেলা প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, কান্তাপাড় নদীর ওপর সেতু বাস্তবায়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে এটি বাস্তবায়ন হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

আজ ছাত্র হত্যা মামলায় দুজনকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে 

নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া

লস অ্যাঞ্জেলেসের দাবানল নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে, মৃত বেড়ে ২৪

বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মাসের শেষে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা