ভিডিও সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

সাবেক সুপ্রিম কোর্ট বারের নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে

সাবেক সুপ্রিম কোর্ট বারের নেতা মমতাজের জামিন স্থগিত থাকবে, ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীর জামিন আপতত স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

মমতাজ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় সোমবার (১৩ জানুয়ারি) আদালতে শুনানি হয়। এতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

শুনানিতে মমতাজ উদ্দিনের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ২০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত মমতাজ উদ্দিনের জামিন স্থগিত থাকবে বলেও আদেশে বলা হয়েছে।

এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে চেম্বার বিচারপতির আদালত তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

সে সময় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মমতাজ উদ্দিনের মোবাইলে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চেষ্টার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলাও রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ময়মনসিংহে কয়লাভর্তি ট্রাক উল্টে চালক নিহত, আহত ১

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে বিমান হামলা ইসরায়েলের

হাসিনার পরিবার দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছে : রিজভী

শেখ হাসিনা-রেহানা পরিবারের বিরুদ্ধে মামলা

বান্দরবানের পাহাড়ে নারী গুলিবিদ্ধ

নীল জলে রোমান্টিক তাহসান-রোজা!