ভিডিও সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

ঘুমন্ত নারীকে চাপা দিলো ট্রাক

ঘুমন্ত নারীকে চাপা দিলো ট্রাক, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের এক বাড়িতে ট্রাক ঢুকে চাপা পড়ে নুরী বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আব্দুল্লাহ (৩) নামে তার নাতি আহত হয়। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত শিশু আবদুল্লাহকে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে প্রায় ৪ ঘণ্টা পর নুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে উল্টে যায়। পরে খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের পর জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে নানি নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ইনচার্জ ইমরান হোসেন বলেন, মহাসড়কের পাশেই একটি বাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায়। এসময় আহত এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ উদ্ধার হয়। হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক

নওগাঁর মান্দায় রাতারাতি উধাও দুই এনজিও, গ্রাহকদের বিক্ষোভ

ব্রিজ নয়, যেন মরণ ফাঁদ

বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ী আলম গ্রেপ্তার

অপরাধ বাড়ছে

বগুড়ায় মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু