ময়মনসিংহে কয়লাভর্তি ট্রাক উল্টে চালক নিহত, আহত ১
নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার খালপাড় এলাকায় কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে জামাল হোসেন (২৮) নামে এর চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন গাড়ির হেলপার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কামড়াশাসন গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনতিনি বলেন, কিশোরগঞ্জের ভৈরব থেকে কয়লাভর্তি করে ট্রাকটি ফুলবাড়িয়া পৌর শহরের ইটভাটায় যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে খালপাড় এলাকা পর্যন্ত আসতেই সড়কের পাশে মাটি ভেঙে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে গাড়ির ভেতর আটকা পড়ে চালক জামাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উপপরিদর্শক মো. হারুন উর রশীদ বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন