ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দুদিন বন্ধের পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল স্বাভাবিক

দুদিন বন্ধের পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক: শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুদিন বন্ধ থাকার পর রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে, গত শনিবার দুপুর থেকে বাস চলাচল বন্ধ থাকে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, ‘‘গতকাল রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের একটি গ্রুপ কুষ্টিয়ার নেতাদের সঙ্গে মিটিং করে। ওই মিটিংয়ে উভয় জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্ব নিষ্পত্তি করা হয়। এরপরই আজ সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’’

এর আগে, গত শনিবার কুষ্টিয়ায় রাজবাড়ীর রাজমহল বাসের শ্রমিকদের সঙ্গে কুষ্টিয়ার একটি বাসের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কুষ্টিয়ার ওই বাসটি রাজবাড়ী পৌঁছালে রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা ওই বাসের শ্রমিকদের মারধর করেন। এর জেরে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী রুটে যৌথভাবে বাস চলে। মোট সড়কের বেশিরভাগ রাজবাড়ীর অংশে পড়ায় তাদের দুই ট্রিপ ও কুষ্টিয়ার এক ট্রিপ চলে। এতে কুষ্টিয়ার শ্রমিকরা ক্ষিপ্ত। যে কারণে মাঝেমধ্যে কুষ্টিয়ার শ্রমিকরা তাদের ওপর চড়াও হন বলে অভিযোগ করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

ফরিদপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মা নিহত 

সেন্টমার্টিনে শটসার্কিটের আগুনে ২ রিসোর্ট পুড়ে ছাই

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় শিক্ষিকা নিহত  

নার্সের ভুল ইনজেকশনে হাসপাতালে দুই রোগীর মৃত্যু