ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

ফসিলসের গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফসিলসের গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গানের দল ফসিলসের সাবেক সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে মিরর স্ট্রিটের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৪৮ বছর। চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্যান্ড সহকর্মী মহুল চক্রবর্তী। তিনিই পুলিশকে খবর দেন। ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তার ডিপ্রেশনের চিকিৎসা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। ঘটনার দিন কল্যাণীতে শো ছিল ফসিলসের। সেরকম দিনেই তার মৃত্যুর খবর দুঃখ ভারাক্রান্ত করল সবাইকে। ব্যান্ডের বেজ গিটার বাজাতেন চন্দ্রমৌলি।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না’, ‘হাস্নুহানা’, ‘দেখো মানসী’, ‘বাইসাইকেল চোর’, ‘আরও একবার’, ‘একলা ঘর’, ‘বিষাক্ত মানুষ’, ‘মিলেনিয়াম’, ‘নেমেসিস’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হচ্ছে ৯৬ শতাংশ

দিনাজপুরের কাহারোলে ঘন কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার 

বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা শুরু

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

সরকারি প্রণোদনার বীজ ও সারসহ কৃষি কর্মকর্তা আটক

নওগাঁর মান্দায় রাতারাতি উধাও দুই এনজিও, গ্রাহকদের বিক্ষোভ