বাগেরহাটে আ.লীগ নেতা বাদশা গ্রেফতার
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বদশা মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) রাত ১২টা ৫ মিনিটে থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্স নিয়ে তাঁকে উপজেলার নালুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এদিন সকাল ১১ টায় তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনচিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বদশা মিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা ও বহু সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বাদী মো. শামীমের দায়েরকৃত ০৪/১১/২০২৪ ইং তারিখের একটি চাঁদাবাজি মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন