মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন মিরপুরের শাম্মী সুলতানা
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার-এর ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন মিরপুরের শাম্মী সুলতানা। তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়ন থেকে মিনিস্টার ৬৫ ইঞ্চি গুগল টিভি ক্রয় করে স্ক্র্যাচ কার্ড ঘষে এক লাখ টাকার গিফট ভাউচার জিতেন! এসময় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৫ এর পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সচিব, বিবেক সরকার, মিনিস্টার মাইওয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, মোঃ হুমায়ুন কবীর এবং শো-রুম বিভাগের ডিরেক্টর, মোঃ মাহমুদুর রহমান খান উপস্থিত থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, মিনিস্টার “কোটিপতি হোন” অফারে মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এই স্ক্র্যাচ কার্ডেই লুকিয়ে আছে কোটিপতি কিংবা লাখপতি হবার সুযোগসহ নানান চমক। এছাড়াও রয়েছে, একটির সাথে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার।
শাম্মী সুলতানা এক লাখ টাকার গিফট ভাউচার পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে জানান, " আমি এবং আমার পরিবার সব সময় মিনিস্টারের পণ্য ব্যবহার করি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মিনিস্টার টিভি ক্রয়ের সময় ভাবতেও পারিনি এত বড় উপহার পেয়ে যাব। আমি এবং আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আমি মিনিস্টার-এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।"
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ হুমায়ুন কবীর বলেন, “আমরা সবসময়ই আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকি। এবারও এর ব্যতিক্রম হয় নি। ”কোটিপতি হোন” অফারের এটা আমাদের ২য় লাখপতি বিজয়ী। এই অফারে ১ম লাখপতি হয়েছেন জামালপুরের মোঃ হাবিবুর রহমান। এছাড়াও, ফ্রিজ, টিভি ফ্রিসহ অনেকেই নানান ধরনের উপহার পেয়েছেন। আশা রাখছি খুব দ্রুত আমরা আমাদের কোটিপতির দেখা পেয়ে যাবো। এই অফারে আমরা সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে সাদরে গ্রহণ করেছেন। ”
আরও পড়ুনঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মিনিস্টার প্যাভিলিয়নে উক্ত অফারের আওতায় মিনিস্টার পণ্য ক্রয়ে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য ডিসকাউন্ট। ২৫,৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭,৯০০ টাকায় সাথে আকাশ ডিটিএইচ ফ্রি , যা অফারকে আরও আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, মিনিস্টার রেফ্রিজারেটরে রয়েছে ৫৫% পর্যন্ত মূল্যছাড়। এসিতে ৩০% এবং হোম এপ্লায়েন্সে রয়েছে বিশাল মূল্যছাড়। বাণিজ্য মেলায় মিনিস্টার ৩ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ৩০৯০ টাকা এবং ২.৮ লিটার রাইস কুকারের মূল্য মাত্র ২৬৯০ টাকা এছাড়াও উভয় রাইস কুকারে সাথে থাকছে ১ হাজার টাকার গিফট বক্স ফ্রি।
মিনিস্টারের এই অফার সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আজই কিনুন আপনার পছন্দের মিনিস্টার পণ্য এবং হয়ে যান কোটিপতি!
সর্বশেষ অফার বা যে কোন তথ্য জানতে ভিজিট করুন মিনিস্টার ওয়েবসাইটে https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: 09606 700 700 / ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।
মন্তব্য করুন