মুন্সিগঞ্জে অপহৃত নারীর গলিত লাশ উদ্ধার
মুন্সিগঞ্জের সদর উপজেলায় অপহরণের এক মাস ১০ দিন পর এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের নির্জন একটি বাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম হালিমা বেগম(৩৫)। তিনি উপজেলার বাংলাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। গত ৫ ডিসেম্বর হালিমাকে অপহরণ করার অভিযোগ উঠে। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর হালিমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ফুলতলা গ্রামের নির্জন একটি বাগানে একটি গর্ত দেখতে পান স্থানীয়রা। সে গর্ত থেকে উৎকট গন্ধ বের হচ্ছিলো। গর্তের ভেতর থেকে কুকুর একটি সেলোয়ার টেনে বের করে আনে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
আরও পড়ুনমুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) সজীব দে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। উদ্ধার করা সেলোয়ারটি হালিমা বেগমের বলে শনাক্ত করেছে তার স্বজনরা। যদি লাশটি হালিমার হয়, ধারণা করা হচ্ছে যেদিন তাকে অপহরণ করা হয়েছিল, সে দিনই তাকে মেরে এখানে মাটিচাপা দেওয়া হয়েছে।
এদিকে হালিমা বেগম ৫ ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ৭ ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে সে মাসের ১৭ ডিসেম্বর নিখোঁজ ডায়রিটি অপহরণ মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে থানা পুলিশ। মামলার পরদিন সে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামায়ন নামে ফুলতলা গ্রামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।শামায়ন এখনো সে মামলায় জেলহাজতে রয়েছে।
নিহতের ছোট ভাই মোঃ তানজিল জানান, অপহরণের দিন সকালে হালিমা তার মেয়েকে নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে যান। হালিমা সেখান থেকে ফেরার পথে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। ঘটনাটি পর আমরা বিভিন্ন জায়গায় বোনকে খোঁজাখুঁজি করি। কোথাও খুঁজে না পেয়ে ৭ ডিসেম্বরে আমরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলাম। এরপর জানতে পারি ফুলতলা এলাকার শামায়ন অপহরণ করেছে। আজকে জানতে পারলাম আমার বোনকে ফুলতলায় নির্জন স্থানে মেরে মাটিচাপা দিয়ে রেখেছে শামায়নরা। আমরা আমার বোনের হত্যাকারীদের বিচার চাই।
মন্তব্য করুন