ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় হট্টগোল

রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় হট্টগোল

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে প্রিপেইড মিটার স্থাপনে আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় পাওয়ার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শনে হট্টগোল সৃষ্টি হয়েছে। পরে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বর্জন করায় জেলা প্রশাসক সভা তাৎক্ষণিক স্থগিত ঘোষণা করেন।

এদিকে, জনস্বার্থকে উপেক্ষা করে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ বিদ্যুৎ গ্রাহক ফোরাম। গতকাল রোববার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে মানববন্ধন সমাবেশ শেষে আন্দোলনকারীরা নগরীর খামার মোড় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক দেলোয়ার হোসেন, মির্জা বাবর বাবলু, সাইফুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ, লিখন চৌধুরী, মনির হোসেন মিন্টু প্রমুখ। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রিপেইড মিটার স্থাপনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

আরও পড়ুন

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল মান্নান, মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এড. পলাশ কান্তি নাগ, সদস্য এড. খাইরুল ইসলাম বাপ্পি, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ সালেকুজ্জামান সালেক, সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, এবি পার্টির মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক রিজওয়ান রিজু প্রমুখ।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, মতবিনিময় সভায় মুজিববর্ষের লোগো প্রদর্শন ধৃষ্টতার শামিল। জেলা প্রশাসনের সভায় এ ধরণের লোগো প্রদর্শনে কোন ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

 যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

মেহেরপুরে ২ কেজি ওজনের সোনাসহ ভারতীয় নাগরিক আটক

ককটেল ফাটিয়ে লুটে নিলো বিকাশ ব্যবসায়ীর ৬ লাখ টাকা 

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্তিনেজ

যশোরে সার মজুদ রাখায় ২ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা