ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা শুরু

বিভিন্ন স্থানে বিজ্ঞান মেলা শুরু। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৩ জানুয়ারি) বিভিন্ন স্থানে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা ২০২৫। প্রতিনিধিদের পাঠানো এ সংক্রান্ত খবর-

নাটোর : বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধি দীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোর সদর উপজেলায় দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্যে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।

পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও আরিফ আদনান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

পরে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসা. ইসকিতা আফরিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধামইরহাট এমএম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্তকর্তা ডা. ওয়াজেদ আলী প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। এবারের মেলার প্রতিপাদ্য হলো ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়।’ দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হেদায়েতুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

মেলায় উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মোট ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই শিক্ষার্থীরা নতুন নতুন প্রকল্প উপস্থাপন করে দেখাচ্ছেন মেলায় আগত দর্শনার্থীদের।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত পরিষদ চত্বরে অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,  প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উল্লাপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন প্রমুখ।

মেলা মঞ্চে প্রথম দিন আয়োজিত বির্তক প্রতিযোগিতায় মোমেনা আলী বিজ্ঞান স্কুল, হামিদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিক দল অংশগ্রহণ করে। বিতর্কে হামিদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান ও মোমেনা আলী বিজ্ঞান স্কুল রানারআপ হয়েছে।

আরও পড়ুন

মিঠাপুকুর (রংপুর) : জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময় এই স্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে সহানীয় সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মমিন মন্ডল প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সৈয়দপুর উপজেলা প্রশাসন বিজ্ঞান মেলার আয়োজন করেছে। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ওই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিজ্ঞান মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা প্রমুখ।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, এটিও আব্দুল মতিন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারন সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম রাজারহাটে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

এসময় এক আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কফিল উদ্দিন ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা চত্বরে ১৩টি স্টল দিয়ে বিজ্ঞান মেলা বসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়ির বাজারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শিক্ষার্থী আহত

বৈরী পরিস্থিতিতেও ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ

পিএসএল-এ কতো টাকা পাবেন রানা-রিশাদ-লিটন

বাসা থেকে ডেকে নিয়ে চেয়ারম্যানকে কার্যালয়ে বসালেন নারীরা

ওমরাহ যাত্রীদের জন্য যেসব টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার

সুখে থাকার মন্ত্র জানালেন অপু বিশ্বাস