ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৪০,ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন কৃষক নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় প্রাণ হারান তারা। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন কৃষক নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার সোমবার বলেছেন, বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের আইএসআইএল (আইএসআইএস) সহযোগীদের (আইএসডব্লিউএপি) যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। টার বলেন, দলগুলো চাদ হ্রদের তীরে দুম্বার কয়েক ডজন কৃষককে আটক করে এবং গত রোববার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে। তিনি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, প্রায় ৪০ জন কৃষক নিহত হয়েছেন। তবে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে। টার আরও বলেছেন, প্রাদেশিক সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সাথে যুদ্ধরত সৈন্যদের দুম্বা এবং এর আশপাশে বিস্তৃত লেক চাদ এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে গভর্নর বাবাগানা উমারা জুলুম বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে সতর্ক করে দিয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠীর চালানো এই হামলার তদন্তেরও আহ্বান জানান। আল জাজিরা বলছে, লেক চাদ নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যে বিস্তৃত এবং এটি বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর আস্তানা হিসাবে কাজ করে। আক্রমণ চালানোর জন্য এসব গোষ্ঠী এটিকে ঘাঁটি হিসাবেও ব্যবহার করে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ হাজার বস্তায় আদা চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন বালুমহলায় অভিযান, সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে বদলি