ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ঘোড়ার গাড়িতে নেওয়া হচ্ছে বাসস্ট্যান্ডে

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর চরাঞ্চলের বেগুন যাচ্ছে দেশের সর্বত্র

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীর চরাঞ্চলের বেগুন যাচ্ছে দেশের সর্বত্র। ছবি : দৈনিক করতোয়া

আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন চরাঞ্চলের গোল বেগুন এখন যাচ্ছে দেশের সর্বত্র। এবার চরাঞ্চলগুলোতে রোগবালাই কম হওয়ায় বেগুনের  বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় এবং তুলনামূলক দাম বেশি পাওয়ায় কৃষকরা মহাখুশি। দুধকুমার নদের তীরবর্তী তিলাই, চরভূরুঙ্গামারী ও পাইকেছড়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ হচ্ছে বেগুন।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের কৃষক জানে আলম, মনছুর, বাচ্চু মিয়া জানান, প্রতিবিঘা জমিতে বেগুন চাষ করতে খরচ হয়েছে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এপর্যন্ত আমরা বেগুন বিক্রি করেছি প্রতি বিঘায় প্রায় ২ লাখ টাকা। তারা জানান, ক্ষেতে এখনো বেগুন রয়েছে। রমজান মাস পর্যন্ত বেগুন বিক্রি করতে পারলে আরো ১ থেকে দেড় লাখ টাকা বিক্রি করা যাবে।

ওই কৃষকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাইকাররা আমাদের ক্ষেতে এসে পছন্দমত বেগুন কিনে ঘোড়ার গাড়িতে বাসস্ট্যান্ডে নেয়ার পর সেখান থেকে কোচ, ট্রাক ও পিকআপে করে দেশের অভ্যন্তরে নিয়ে যায়। স্থানীয় বাজারে পাইকারদের কাছে প্রতিমন বেগুন বিক্রি হচ্ছে ৫’শ থেকে ৬’শ টাকা ক্রেতাদের কাছে তা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭শ’ টাকা দরে।

আরও পড়ুন

ঢাকা থেকে আসা ব্যবসায়ী বাদশা মিয়া ও নুর ইসলাম জানান, উৎপাদনের শুরুতেই চড়া মূল্য থাকলেও বর্তমান আমরা ক্ষেত থেকে বেগুন প্রতিমন ৭শ’ থেকে ৭৫০ টাকা ক্রয় করে। এখান থেকে নিয়ে বিভিন্ন বাজারে ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকা দরে বিক্রি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে ১৪৫ হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্র ধার্য্য করা হয়েছে। আগাম চাষ করায় ফলনও হয়েছে প্রচুর। দামও ভালো পেয়েছে। আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে জবির ১১ রোভার

জয়পুরহাটের আক্কেলপুরে ১০ হাজার বস্তায় আদা চাষ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন বালুমহলায় অভিযান, সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্য বৃদ্ধি করেছে ভূরুঙ্গা মাছের ফোয়ারা

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সুপারকে বদলি