ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের খানসামায় পাঁচ কেজি ওজনের শিশুর জন্ম

দিনাজপুরের খানসামায় পাঁচ কেজি ওজনের শিশুর জন্ম 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : স্বাভাবিক প্রসবের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ কেজি ওজনের এক নবজাতকের জন্ম দিয়েছেন এক বধূ। হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের ভাষ্য মতে, স্বাভাবিক গড় ওজনের তুলনায় ওই শিশুর ওজন বেশি। নবজাতক পুরোপুরি সুস্থ আছে। গত রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডে কর্মরত মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে ৪ কেজি ৯শ’ গ্রাম ওজনের একটি ছেলে সন্তানের জন্ম হয়।

জানা যায়, প্রসব ব্যাথা নিয়ে গত রোববার সকালে উপজেলার পূর্ব হাসিমপুর গ্রামের পালোয়ানপাড়ার মোতালেব হোসেনের স্ত্রী শরিফা খাতুন (২৯) পাকেরাহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরবর্তী সময়ে কর্মরত মিডওয়াইফ-নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে ওই প্রসূতি মায়ের তৃতীয় বাচ্চার প্রসব হয়। এ ছেলে সন্তানের ওজন হয় ৪ কেজি ৯শ’ গ্রাম। ইতোপূর্বে ওই প্রসূতি মা দুইটি মেয়ে সন্তানও স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম দেন। জন্মের সময় তাদেরও ওজন ছিল ৩ থেকে সাড়ে ৪ কেজি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, সাধারণত ৪ কেজি বা ৮ পাউন্ডের বেশি ওজনের বাচ্চাদের বলা হয় ফিটাল ম্যাক্রোসোমিয়া। শিশুর মা-বাবা ডায়াবেটিক আক্রান্ত অথবা মা-বাবার বেশি ওজন হলে শিশুর এমন ওজন হতে পারে।

আরও পড়ুন

তবে স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া ওই নবজাতকের মা-বাবার এমন ছিল না। নরমাল ডেলিভারিতে এমন সন্তান প্রসবে ঝুঁকি থাকলেও প্রসূতি মায়ের ইচ্ছা ও সহকর্মীদের প্রচেষ্টায় স্বাভাবিক সন্তান প্রসবের মাধ্যমে প্রায় ৫ কেজি ওজনের শিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতি মা-শিশু সুস্থ আছে। আমরা তাদের প্রতি খেয়াল রাখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদককরবারিরা অপ্রতিরোধ্য ঝরে পড়ছে শিক্ষার্থীরা, কিশোর ও যুবা

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

বগুড়ায় পলিথিনের ব্যবহার রোধে অভিযান

পাবনার চাটমোহরে সড়কে সরকারি গাছ কাটার হিড়িক

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধের প্রস্তুতি নিচ্ছে টিকটক