দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান ভস্মীভূত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার পুরাতন বাজারের একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় কাদেরুল স্টোর নামের একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান দোকান মালিক কাদেরুল ইসলাম।
দোকানদার ও এলাকাবাসী জানান, গত সোমবার দিবাগত রাত ১১টায় কাদেরুল তার দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার দোকানে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং মসজিদে মাইকিং করা হয়।
আরও পড়ুনপরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন