ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নতুন গান আর স্টেজ শো’তে ব্যস্ত সালমা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা।

অভি মঈনুদ্দীন ঃ স্টেজ শো’র এই মৌসুমে ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্টেজ শো’তে যেমন ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি টিভি শো ও নতুন নতুন মৌলিক গানও প্রকাশ হচ্ছে তার। আগামীকাল বিকেলে সালমার কন্ঠে নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘একমাত্র ঠিকানা’।

গানটি লিখেছেন ও সুর করেছেন মামুন আফনান রুমী। মিউজিক করেছেন এসডি সাগর। মামুন আফনান রুমীর পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলভী মামুন ও রহমান আয়াত।

এদিকে এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমার কন্ঠে নতুন গান ‘নাকের নোলক কানের ঝুমকা’। গানটি লিখেছেন, সুর ও সঙ্গীত করেছেন রোহান রাজ। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জান্নাত ও তোহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সালমান আহমেদ সোহাগ। এরইমধ্যে সালমার প্রকাশিত নতুন আরো একটি গান শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি হলো ‘বন্ধু মায়ার জাদু জানে’। গানটি লিখেছেন তানভীর আহমেদ, সুর করেছেন রুমন দেওয়ান, মিউজিক করেছেন শাহীন রানা।

স্টেজ শো’র বাইরে সালমা এরইমধ্যে বাংলাদেশ টেলিভিশনের রান্নার শো’তে অংশ নিয়েছেন। এতে তার সঙ্গে ছিলেন গায়ক রাশেদ। তবে সালমা জানান, এরইমধ্যে তিনি নতুন ১২টি গানের মিউজিক ভিডিওর শুটিং-এর কাজ সম্পন্ন করেছেন। নতুন বছরে একের পর এক তার কন্ঠে গাওয়া নতুন মৌলিক গানগুলো একে একে প্রকাশ পাবে।

আরও পড়ুন

স্টেজ শো, নতুন গান এবং অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন,‘ আলহামদুল্লিাহ এই সময়ে স্টেজ শো নিয়ে বেশ ভালো সময় যাচ্ছে। কিছুদিন আগেও শিল্পীদের স্টেজ শোতে তেমন ব্যস্ততা ছিলোনা। কিন্তু এখন মোটামুটি সবাই স্টেজ শো করছেন। আমিও এরইমধ্যে ঢাকায়, ঢাকার বাইরে বেশ কিছু স্টেজ শোতে পারফর্ম করেছি। গানে গানে মুগ্ধ করার চেষ্টা করেছি শ্রোতা দর্শককে। সত্যি বলতে কী আমরা যারা গানকে পেশা হিসেবে নিয়েছি, তারা এই স্টেজ শোয়ের মৌসুমটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। আর একজন শিল্পী হিসেবে আমার ভক্ত শ্রোতাদের জন্য নতুন নতুন গান প্রকাশ করারও একটা দায়িত্ব থেকে যায়। দায়িত্বের জায়গা থেকেই আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন গান উপহার দিতে।

এরইমধ্যে কয়েকটি নতুন গান প্রকাশিত হয়েছে, কিছু নতুন গান দ্রুত প্রকাশ পাবে। সবগুলো গান নিয়েই আমি আশাবাদী।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, মানুষ দুর্ভোগে

খালাস পেলেন খালেদা জিয়া

সেন্টমার্টিনের ৩টি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ড