পঞ্চগড়ের আটোয়ারীতে অজ্ঞাত মহিলার ট্রেনে কাটা লাশ উদ্ধার
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীর কিসমত রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এলাকাবাসী উপজেলার কিসমত রেলস্টেশনের সন্নিকটে অবস্থিত রেলক্রসিংয়ে আনুমানিক ২৭-২৮ বছর বয়সী মহিলার শরীরের ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক আটোয়ারী থানা পুুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে রক্তমাখা একটি ধারালো ছুরি (চাকু) উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীর ধারণা দুস্কৃতিরা অজ্ঞাত পরিচয় ওই মহিলাকে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায়। ফলে ভোরবেলা ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমূখী একতা এক্সপ্রেস ট্রেন লাশটির ওপর দিয়ে গেলে মহিলার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুনআটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল পুলিশসহ পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের কেউ ছাড় পাবে না। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মন্তব্য করুন