জয়পুরহাটের পাঁচবিবির ভুঁইডোবা সীমান্তে বিএসএফ’র ফাঁকা গুলি
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির বাগজানার ভুঁইডোবা সীমান্তে ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী (বিএসএফ)। পরে সীমান্তের শূন্যরেখায় চোরাচালানকারীদের ফেলে রাখা মালামাল তুলে নিয়ে যায় বিএসএফ। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় বিওপি’র আওতাধীন ভুঁইডোবা সীমান্ত এলাকায় গুলি ছোড়ার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিএসএফ এক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে চোরাচালানীদের ফেলে রাখা মালামাল সীমান্তের শূন্যরেখা থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। সীমান্তের ২৮২নং পিলারের ৪৩নং সাবপিলার এলাকায় গুলি ছোঁড়ার ঘটনা ঘটে। এর আগে গত রোববার ভোরেও বিএসএফ ফাঁকা গুলি চালায়।
আরও পড়ুন২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক বিওপি’র নায়েক সুবেদার নাইমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ভোরে বিএসএফ গুলি ছুঁড়েছে।
মন্তব্য করুন