সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
মফস্বল ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালীতে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেই চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) তার সদস্য ও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত জেলা বিএনপির এক প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ঢাকা পোস্টকে বলেন, তার (জুয়েল রানা ফকির) বিরুদ্ধে ১০ম শ্রেণির এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এরই মধ্যে চৌহালী উপজেলা বিএনপি তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পায়। পরে তারা জেলা বিএনপি বরাবর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেন।তিনি আরও বলেন, কমিটির এই সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকের নির্দেশে তাকে বিএনপির দলীয় প্রাথমিক সদস্য পদসহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়—দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে থেকে বহিষ্কার করা হলো। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।প্রসঙ্গত, চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরের (৪৫) বিরুদ্ধে এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশসহ একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা বিএনপি।
আরও পড়ুনএরপর সোমবার রাতে যৌন নির্যাতনের শিকার স্কুলছাত্রের বাবা বাদী হয়ে চৌহালী থানায় অভিযুক্ত জুয়েল রানাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত জুয়েল রানা চৌহালী উপজেলার সম্ভুদিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আব্দুল খালেক ঝুনু ফকিরের ছেলে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মন্তব্য করুন