বগুড়ার ধুনটে আগুনে গবাদিপশুর মৃত্যু, গৃহকর্তা দগ্ধ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার একটি বাড়িতে আগুন লেগে গবাদি পশুর মৃত্যু হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে গৃহকর্তা দগ্ধ হন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের পূর্বপাড়ায় এই আগুনে একই পরিবারের বাবা ও ছেলের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটি গ্রামের পূর্বপাড়ার আবু হানিফ স্থানীয় জিএমসি ডিগ্রি কলেজের অফিস সহায়ক ও তার ছেলে ফরিদুল ইসলাম বাড়িতে গবাদিপশু লালন-পালন করেন। অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতে পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি ঘর পুড়ে ছাই হয়ে য়ায়। এসময় চারটি ছাগল, ২০টি হাঁস, ৩০টি মুরগি মারা যায় এবং দু’টি গরু ও দু’টি ছাগল দগ্ধ হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে গৃহকর্তা আবু হানিফ দগ্ধ হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনএ বিষয়ে ক্ষতিগ্রস্ত ফরিদুল ইসলাম বলেন, বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে গোয়ালঘরে আগুন লেগেছে তা সঠিক করে বলতে পারছি না। ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।
মন্তব্য করুন