ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ছিনতাই করে পালানোর সময় আদমদীঘিতে আটক ৩

ছিনতাই করে পালানোর সময় আদমদীঘিতে আটক ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আক্কেলপুরের তিলকপুর বাজারে বিকাশ দোকানির টাকা ছিনতাই করে পালানোর সময় তিলকপুর বাজারে একজন ও আদমদীঘিতে দুই ছিনতাইকারীকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ছিনতাইকারীরা আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম চৌধুরী পাড়ার মোস্তাকিন পালোয়ানের ছেলে রাজু পালোয়ান (৩১), খোকা মিয়ার ছেলে কলম (৩০) ও চয়েন চৌকিদারের ছেলে বাঁধন (৩২)। এদের মধ্যে রাজু পালোয়ান ও কলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ও বাঁধনকে নওগাঁ সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট আক্কেলপুর উপজেলার তিলকপুর হাইস্কুল পাড়ার এমরান হোসেন জানান, তিনি তিলকপুর বটতলায় এমরান অটো ব্যাটারি হাউজ নামের দোকানের পাশাপাশি বিকাশ এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে তিলকপুর হাইস্কুলের পাশে বাসায় ফিরছিলেন।

বাসার সামনে পৌঁছামাত্র তিন ছিনতাইকারী বাইসাইকেলের গতিরোধ করে তার হাতে থাকা টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালালে তার চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে বাঁধন নামের এক ছিনতাইকারীকে আটক করেন। অপর ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে আদমদীঘির দিকে পালিয়ে যায়। এসময় মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় জানানোর পর আদমদীঘি উপজেলার আমইল গ্রামের সাইদুলের দোকানের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে অপর ছিনতাইকারী রাজু পালোয়ান ও কলমকে আটক করেন স্থানীয় জনতা।

আরও পড়ুন

আটককৃদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। এদিকে আদমদীঘির আমইল গ্রামে আটক ছিনতাইকারীদের হেফাজত থেকে ধারালো চাকু, ১৯ হাজার টাকা, বিকাশের মোবাইল ফোন সেট, ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় আইনী প্রক্রিয়া চলছে। এই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে আদমদীঘি, আক্কেলপুর, জয়পুরহাট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার ধু-ধু বালুচরে বাহারি ফসল

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ

বগুড়ায় মাদককরবারিরা অপ্রতিরোধ্য ঝরে পড়ছে শিক্ষার্থীরা, কিশোর ও যুবা

তিন যুগেও পূর্ণাঙ্গ হয়নি বগুড়ার কাহালু বেতারের সম্প্রচার কেন্দ্র

বগুড়ায় পলিথিনের ব্যবহার রোধে অভিযান