ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

‘ভুল থেকে ফুল’-এ অপূর্ব’র সঙ্গে অভিনয়ে মুগ্ধ শশী আফরোজা

অপূর্ব’র সঙ্গে অভিনয়ে মুগ্ধ শশী আফরোজা

অভি মঈনুদ্দীন ঃ চট্টগ্রামে বেড়ে উঠা মেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী শশী আফরোজা। বাবা শহীদ উল্যাহ’কে মাত্র ১৬ বছর বয়সে হারিয়েছেন। তার বাবা মারা যান রোড অ্যাক্সিডেন্ট-এ। মা নাজমা শহীদ-এর অনুপ্রেরণায় অভিনয়ের পথে তার একটু একটু করে এগিয়ে চলা। ২০১৬ সালে কাজল আরেফিন অমির পরিচালনায় প্রথম তার নাটকে অভিনয় করা। নাটকের নাম ‘ছবি’।

সময়ের জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র সঙ্গে প্রথম নাটকে অভিনয়ের সুযোগ আসে সোহেল আরমান পরিচালিত ‘সেদিন বৃষ্টি হবে’তে। তবে যে সময়টাতে শশী আফরোজা নাটকে অভিনয়ে এলেন সেই সময়টাতে নাটকে অভিনয় করা অপূর্ব কমিয়ে দিয়েছেন। যে কারণে অপূর্ব’র সঙ্গে খুব বেশি নাটকে অভিনয় করার সুযোগ মিলেনি তার। সাধারনত নাটকে ভাবী কিংবা মা কিংবা বোনের চরিত্রে অভিনয় করেন শশী আফরোজা। এরইমধ্যে গুনী নির্মাতা জাকারিয়া শৌখিন নির্মাণ করেছেন ওয়েব ফিকশন ‘ভুল থেকে ফুল’।

এই নাটকে অপূর্ব’র ভাবীর চরিত্রে অভিনয়ের সুযোগ হলো তার। অপূর্ব’র সঙ্গে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত, মুগ্ধ শশী। শশী আফরোজা বলেন,‘ সত্যি বলতে কী অপূর্ব ভাইয়া একজন অন্যরকম মানুষ। অভিনয়ের ব্যাপারে ভীষণ খুতখুতে তিনি। সহশিল্পীকে অনেক অনেক বেশি সহযোগিতা করেন তিনি। অভিনয়ের বাইরেও তিনি তার সহশিল্পীদের নানান বিষয়ে ভীষণ খেয়াল করেন। এটা সবাই করেন না। এ ক্ষেত্রেই তিনি অন্যরকম।

আরও পড়ুন

সাধারণত শিল্পীরা শুটিং-এ নিজের দিকেই খেয়াল করেন বেশি। অভিনয়, নিজের খেয়ালের পাশাপাশি অন্য শিল্পীদের খেয়াল রাখা, এ জন্যই অপূর্ব ভাইয়া ব্যতিক্রম। নিঃসন্দেহে তিনি অনেক বড় অভিনেতা। তারসঙ্গে কাজ করলে অনেক কিছু শেখাওয় যায়। ধন্যবাদ শৌখিন ভাইকে অপূর্ব ভাইয়ার সেঙ্গ সুন্দর গল্পে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’

শশী আফরোজা বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘নবাব এলএলবি’,‘ রিভেঞ্জ’,‘ অমানুষ’,‘ কাগজ’, ‘খোদা হাফেজ’। ‘খোদা হাফেজ’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবার কথা রয়েছে। চাঁদপুরে জন্মনেয়া শশী আফরোজার জন্ম ৩০ জুন। তবে শশীর বেড়ে উঠা চট্টগ্রামে। শশী আফরোজা বর্তমানে সৈয়দ শাকিলের নতুন ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’-এ অভিনয় করছেন। নাটকটি আরটিভিতে প্রচার হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল-রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট আরোপ মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’

প্রমত্ত পদ্মার বুকে এখন ধু ধু বালুচর

বগুড়ার কাহালুতে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তিস্তার ধু-ধু বালুচরে বাহারি ফসল

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ