স্থানীয়দের মাঝে আবার আতঙ্ক
লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার দুই কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার ছয়দিন পর এবার খালি বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবি’র পক্ষ থেকে বাধা দেয়া হলেও তারা তা উপেক্ষা করে বোতল ঝুলাতে থাকেন। এতে গ্রামবাসীর মধ্যে আবারও নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নম্বর পিলার এলাকায় বিএসএফ এসমস্ত খালি বোতল ঝুলিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতার সরকারপাড়া সীমান্তে শূন্যরেখায় কাঁটাতারের স্থানে ভারি অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সন্ধ্যার পর থেকে উচ্চমানসম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছেন তারা। এতে সীমান্তবাসী আতঙ্কে র্নিঘুম রাত যাপন করছেন।
এর আগে গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭-৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে ভারতীয় ৩০-৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেলের সাহায্যে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে বিএসএফ। এনিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনার ছয়দিন পর আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় আবারও সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনায় আবারও সীমান্তের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ায় এমনিতেই আমরা আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে। আরেক বাসিন্দা লতিফ সরকার বলেন, কাঁটাতারের বেড়া দেওয়ায় আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। এবার তারা বেড়ায় বোতল ঝুলিয়ে দিলো। না জানি বোতলে কী আছে।
এ বিষয়ে কথা হলে ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দিন বলেন, এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়ে দিয়েছেন। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যান, সেজন্য তারা নিজেরাই ভয়ে আছেন।
মন্তব্য করুন