ভিডিও বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

বগুড়ায় মতবিনিময় সভায় নেতৃবৃন্দ

হোটেল-রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট আরোপ মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’

হোটেল-রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট আরোপ মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ বলেছেন, একেতো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তার উপর হোটেল-রেস্তোরাঁ’র উপর শতকরা ৫ ভাগ ভ্যাট থেকে ১৫ ভাগ ভ্যাট আরোপ করা মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’।

তারা দাবি করে বলেন, এই দ্রব্যর্মূল্যের উর্ধ্বগতির বাজারে ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে ভ্যাটের পরিধি বাড়ালে সাজস্ব আহরণ অনেক বেড়ে যাবে। এতে একদিকে সরকারের রাজস্ব’র পরিমাণ বৃদ্ধি পাবে, অন্যদিকে খাদ্য পণ্যের দাম বেড়ে গেলে বাজার তথা সাধারণ মানুষের উপর এর বিরুপ প্রভাব পড়বে। কারণন হোটেল-রেস্তোরাঁয় যে ভ্যাট আদায় করা হয়ে থাকে তা সাধারণ মানুষের ক্রয় করা পণ্যের দাম থেকেই আদায় হয়ে থাকে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) শহরের একটি হোটেলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বগুড়া জেলা শাখার আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সম্প্রতি হোটেল রেস্তোরাঁয় ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট বগুড়া জেলা শাখার সভাপতি এম রেজাউল করিম সরকার রবিন।

বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল বাশার চন্দন, সদস্য গোলাম রব্বানী, মাহফুজ রহমান, স্বপন কুমার পাল প্রমুখ। সভায় জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন

আমাদের দীর্ঘ দিনের আলোচনা ও প্রচেষ্টার পর ধাপে ধাপে ভ্যাটের হার ১৫ শতাংশের বদলে ৫ শতাংশ সার্বজনীন আরোপের পরেও ২০২২-২৩ অর্থবছরে ভ্যাট আহরণ প্রায় পৌণে ১৭ শতাংশ বাড়ে। বর্ধিত ভ্যাট আরোপের কারণে বর্তমানে বাজারের সকল পণ্যের ক্রয়মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় একজন রেস্তোরাঁ মালিক একজন বিক্রেতা হিসেবে যেমন সরকারের সকল ব্যবসায়ীক ভ্যাট-ট্যাক্স পরিশোধ করছেন, ঠিক তেমনিভাবে ক্রেতা হিসেবে পণ্যের উপরে ভ্যাট-ট্যাক্স প্রদান করে উর্ধ্বমূল্যে পণ্য কিনছেন।

এভাবে একজন ব্যবসায়ীর উপর দিন দিন বাড়ছে ভ্যাট-ট্যাক্সের বোঝা। জীবন-জীবিকার সমন্বয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা। এছাড়া মাঠ পর্যায়ে  ভ্যাটের নানাবিধ অন্যায়, জুলুম, অত্যাচার আমরা সহ্য করে ব্যবসা পরিচালনা করছি।

বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ভোক্তার ক্রয় সীমার বাহিরে চলে যাচ্ছে। তার উপর বেশিরভাগ রেস্তোরাঁর ভোক্তাই মধ্যবিত্ত, কর্ম ও শ্রমজীবী। আর তাই ভ্যাট বৃদ্ধিতে ভোক্তার উপর পড়বে বাড়তি দামের বোঝা, অপর দিকে রেস্তোরাঁ হবে ক্রেতাশূন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল-রেস্তোরাঁয় ১৫ শতাংশ ভ্যাট আরোপ মানে ‘মরার উপর খাঁড়ার ঘা’

প্রমত্ত পদ্মার বুকে এখন ধু ধু বালুচর

বগুড়ার কাহালুতে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তিস্তার ধু-ধু বালুচরে বাহারি ফসল

বগুড়ার ধুনটে কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়েছে বিএসএফ