ধর্ষণের পর স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার
স্কুলছাত্রীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ময়মনসিংহের নান্দাইলে অভিযুক্ত পারভেজ মিয়াকে (৩২) গ্রেফতার করেছে নান্দাইল থানার পুলিশ। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) শেষ রাতে তাকে মামার বাড়ি লংগারপাড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্কুলপড়ুয়া মেয়ে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। একপর্যায়ে সে পারভেজকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু গত ৫ মাস চলে গেলেও বিয়ে না করায় সমাজের দ্বারস্থ হন ওই ছাত্রীর দিনমজুর বাবা।
পরে সালিশ দরবারে সিদ্ধান্ত হয়, ওই স্কুলছাত্রী বাড়ি ছাড়বে ও গর্ভপাত করবে- এমন শর্তে দেওয়া হবে এক লাখ ৭০ হাজার টাকা। কিন্তু কোনো টাকা পায়নি নির্যাতনের শিকার স্কুলছাত্রীর পরিবার।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মো. পারভেজ মিয়া ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন পারভেজের প্রতিবেশী ও একই গ্রামের কামালের ছেলে শবি মিয়া (২৫)। ঘটনাটি নিয়ে স্থানীয় আচারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হাসিম উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিনসহ বেশ কয়েকজন সালিশকারী দু’জনকেই জরিমানা ধার্য করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে পুলিশ।
আরও পড়ুনগত ১১ জানুয়ারি মামলা হলেও খোঁজ করে পাওয়া যায়নি অভিযুক্তদের। এ অবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত পারভেজকে মামার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল থানার এসআই মো. নুর আলম জানান, অন্য অভিযুক্তকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন