ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিচুক্তি আজই অনুমোদন করবে

সংগৃহিত,গাজায় যুদ্ধবিরতি ও বন্দিচুক্তি আজই অনুমোদন করবে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর উভয়পক্ষ এই চুক্তিতে পৌঁছায়।

এদিকে ইসরায়েলি মন্ত্রিসভা শুক্রবার (১৭ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করবে। ইহুদিবাদী এই দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এমন তথ্যই জানিয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় পড়েছে নেতানিয়াহুর সরকার।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভা শুক্রবার সকালে বৈঠকে বসবে বলে বৃহস্পতিবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে। আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে।

দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছায় উভয়পক্ষ, যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার। কাতার গত বুধবার জানায়, গাজা উপত্যকায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার অবসান ঘটবে। বর্বর এই আগ্রাসনে ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

এছাড়া যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী এই দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই চুক্তি কার্যকর হবে।

আরও পড়ুন

আনাদোলু বলছে, যুদ্ধবিরতির এই চুক্তিটি অনুমোদনের জন্য বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সেই বৈঠকটি পরে স্থগিত করা হয়। কারণ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার অতি-কট্টর ডানপন্থি মিত্রদের কাছ থেকে চুক্তির অনুমোদনকে ঘিরে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি ও আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথ বলেছে, “কাতারের আলোচনাকে ঘিরে সর্বশেষ মতবিরোধের সমাধান করা হয়েছে।”

ইসরায়েলের শাস পার্টির নেতা নেসেট সদস্য আরিয়েহ ডেরিকেও উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, শাসক জোটের একটি অংশ বলেছে- সমস্ত বাধা অতিক্রম করা হয়েছে এবং চুক্তি (কার্যকর) হতে চলছে।”

তারা আরও বলেছে, “এখন তারা চূড়ান্ত কৌশলগত কিছু শব্দ নিয়ে ব্যস্ত।”

আগামী রোববার থেকে কার্যকর হতে যাওয়া তিন ধাপের এই চুক্তিতে গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে আটক থাকা বন্দিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এখনও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৮৭ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরদের আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত

ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আল্লাহর শক্তিতে বলিয়ান একটি জাতি গঠন করতে চাই : ডা. শফিকুর

হানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে তাহসান

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথি তালিকায় নেই মোদি