ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বিপুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু'জন গুরুতর আহত হন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দি গ্রামে বসত ভিটার ১৩ শতাংশ জমি নিয়ে তোতা তালুকদারের ছেলে আপেল মিয়া ও আনোয়ার হোসেনের ছেলে বিপুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধের চলে আসছিল। গত বৃহস্পতিবার পুলিশের অনুমতি সাপেক্ষে ওই বিরোধপূর্ণ জমি থেকে দুটি বনজ গাছ কেটে নেন বিপুল মিয়া। এতে আপেল মিয়া ও তার পরিবারের লোকজন চড়াও হন। বিষয়টি থানায় অবহিত করেন বিপুল মিয়া। এতে আরো উত্তেজিত হয়ে উঠেন আপেল মিয়া ও তার পরিবারের লোকজন।

একপর্যায়ে গতকাল শুক্রবার দুপুরে বিপুলের বাড়িঘরে ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় আপেল মিয়া ও তার পরিবারের লোকজন। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোঠার আঘাতে বিপুল মিয়া (৪৫), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষনা করেন এবং উন্নত চিকিৎসার জন্য মুক্তা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঘটনায় জড়িত সন্দেহে বিপুলের মা আনোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।তবে ঘটনার পর থেকে বিপুল ও তার পরিবারের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।

আরও পড়ুন

নিহতের চাচাতো ভাই রাজু মিয়া জানান, বসতভিটার ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারে বিরোধ চলছে। বেশ কয়েকবার দেন-দরবার করেও তা সুরাহা করা যায়নি। অবশেষে বিপুল মিয়া ও তার পরিবারের লোকজন এ হত্যাকান্ড ঘটাল।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিপুলের মা আনোয়ারা বেগমকে থানায় আটক রাখা হয়েছে। বাকি আসামীদেরকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

সাতক্ষীরায় ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার দুই