ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

ডায়রিয়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠালংরগাঁওয়ে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত শুধু ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে মারা গেছে ৩০ শিশু, যাদের অধিকাংশের বয়স ছিল ১ থেকে ২৮ দিন।

হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স তাজনেহার বেগম জানান, শুধু নিউমোনিয়া বা শ্বাসকষ্টে এসব শিশুর মৃত্যু হয়নি। ওজনে কম থাকা নবজাতক ও অপরিপক্ব শিশুরাও মৃত্যুর তালিকায় রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, ওয়ার্ড ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে ২০০ থেকে ২৫০ শিশুরোগী।

হাসপাতালের শিশু ওয়ার্ড ৪৫ শয্যার হলেও সেখানে রোগী আছে কয়েক গুণ বেশি। তাজনেহার জানান, গত সোমবার রাতের হিসাব অনুযায়ী তাদের ওয়ার্ডে ১৩৩ রোগী ভর্তি ছিল। বেশির ভাগ শিশু জ্বর-সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। গত ১ অক্টোবর থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত ৩০ শিশুর মৃত্যু হয়।

সদর উপজেলার জগন্নাথপুর এলাকার লিপি বেগম বলেন, ওয়ার্ডে এত রোগী যে শয্যা পাওয়া কঠিন। জ্বর, সর্দি-কাশিতে কাহিল ছেলেকে নিয়ে পাঁচদিন ধরে এখানে আছি।’ রাহেলা বেগম নামের আরেক শিশুর অভিভাবক অভিযোগ করে বলেন, সরকারিভাবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় তারা সরকারি ওষুধ পাচ্ছেন না। ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা ওষুধের নাম লিখে হাতে স্লিপ ধরিয়ে দেন। বাইরে থেকে সব ওষুধ কিনতে হয়।’

আরও পড়ুন

হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন বলেন, কয়েক দিন ধরে আগের তুলনায় শিশু রোগী কমছে। তবে শীতের এ সময়ে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগ থেকে শিশুদের রক্ষা করতে হলে গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা জরুরি। এ ক্ষেত্রে শিশুদের ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা, সেই সঙ্গে ধুলাবালু থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে।

শৈত্যপ্রবাহ চলাকালে শিশুদের যতটা সম্ভব ঘর থেকে কম বের করতে হবে। ঘরের মধ্যে ঠান্ডা বাতাস যেন না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, শিশু ওয়ার্ডের শয্যার সংখ্যা অপ্রতুল। এরপরও অনেক সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া হচ্ছে। শিশু বিভাগে সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাট-শুল্কের চাপ নয়

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে শিশুরোগী মৃত্যুর সংখ্যা বাড়ছে

ভারত চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করতেই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে : নুরুল হক নুর

দিনাজপুরের কাহারোলে কাঠের তৈরি ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

কৃষক বাঁচলে দেশ বাঁচবে