ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

গভীর রাত পর্যন্ত শ্যুটিং করতেও কষ্ট লাগে না : হিমি

গভীর রাত পর্যন্ত শ্যুটিং করতেও কষ্ট লাগে না : হিমি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : সময়ের ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা। নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশি পরিচিতি রয়েছে হিমির।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’নিজের কাজকে খুব বেশি উপভোগ করেন অভিনেত্রী হিমি।

জানালেন, ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল অভিনয়ের। কিন্তু এটি যে পেশা হয়ে দাঁড়াবে, ভাবেননি। অভিনেত্রীর কথায়, ‘ছোটবেলা থেকে অভিনয়টা আমার কাছে ন্যাচারাল। আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতাম। এটাকে পেশা হিসেবে নেব, এখান থেকে আয় করব, সেটা কখনো ভাবিনি। ১০ বছর ধরে অভিনয় করছি।’অভিনয়ে কোনো ক্লান্তি নেই অভিনেত্রী হিমির। এমনকি টাকার কথাও ভাবেন না তেমন অভিনয়ের ক্ষেত্রে।

আরও পড়ুন

হিমির কথায়, ‘প্রথমদিকে স্বাভাবিকভাবেই কাজ কম পেয়েছি। তখনও ইনকামের চিন্তা আমার মাথায় আসেনি। এখন পেশাদার অভিনয়শিল্পী, কাজ করলেও অনুভূতি একই। শুধু টাকার জন্য নয়, ভালোলাগা থেকে অভিনয় করি। এ কারণে গভীর রাত পর্যন্ত কিংবা সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ডেঙ্গুতে শিবির নেতার মৃত্যু

রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি শুরু

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

সংস্কার দরকার, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে: ফখরুল

বেসরকারি শিক্ষকদের পেনশন সুবিধা

সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ