ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

 মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু আজ, মাঠে নামছে বাংলাদেশ

 মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু আজ, মাঠে নামছে বাংলাদেশ,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ দল নিয়ে মালয়েশিয়ায় হবে ১৬ দিনের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ম্যাচ শুরু হবে দুপর সাড়ে ১২টায়। 

১৬ দলের অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দেশ। বাকি ৫ দল নেপাল, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, সামোয়া আর স্কটল্যান্ড এসেছে আঞ্চলিক বাছাইপর্ব খেলে। এদের মধ্যে প্রথমবারের মত আইসিসি’র কোন ইভেন্ট খেলছে এশিয়া প্যাসিফিক থেকে আসা সামোয়া। তবে এই টুর্নামেন্টে সামোয়া ছাড়াও অভিষেক হতে যাচ্ছে স্বাগতিক মালয়েশিয়া, নেপাল আর নাইজেরিয়ার। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটা গ্রুপ থেকে বাদ পড়বে একটি করে দল। ১২ দল দু’ভাগে ভাগ হয়ে খেলবে সুপার সিক্স। পয়েন্টের বিচারে সেরা চার দল নিয়ে সেমিফাইনালের লড়াই। ফাইনাল ২ ফেব্রুয়ারি।

ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে ইয়ং টাইগ্রেসরা লড়বে নেপালের বিপক্ষে। এছাড়াও অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড, ইংল্যান্ড-আয়ারল্যান্ড, নাইজেরিয়া-সামোয়া, পাকিস্তান-যুক্তরাষ্ট্র আর নিউজিল্যিন্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে একই দিনে। মালয়েশিয়ার চার ভেন্যুতে হবে ম্যাচগুলো। সেলাঙ্গরের বেইয়ামাস ও ইউকেএম ওয়াইএসডি ওভাল, জোহরের জেসিএ ওভাল এবং সারাওয়াকের বর্নেও ক্রিকেট গ্রাউন্ড সাক্ষি হবে এই আসরের। তবে আইসিসি’র সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আইকনিক কিনরারা ওভাল বিলুপ্ত হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি 

সোহম-মধুমিতাদের নিয়ে যা বললেন পরীমণি

আবারও পয়েন্ট হারালো আল নাসর

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের

নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামীর দাবি আত্মহত্যা

মুন্সীগঞ্জে ৭ ডাকাত আটক,লুুণ্ঠিত মালামাল উদ্ধার