ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আব্দুর রাজ্জাক (৪৭) নামে একজন যুবলীগ নেতাকে নান্নার ইউনিয়নের নান্নার এলাকা থেকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক নান্নার ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা জেলা চালক লীগের সিনিয়র সহসভাপতি। তিনি নান্নার ইউনিয়নের নান্নার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
আরও পড়ুনএ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা রাজ্জাককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, ‘কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।’
মন্তব্য করুন