কক্সবাজারে মসজিদের বাথরুম থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার থানা সেন্টার মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধ মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, বাথরুমের ভেতরেই স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম পৌরসভার পশ্চিম বাটাখালী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার চকরিয়া থানা সেন্টার মসজিদে এশার নামাজের সময় নুরুল ইসলাম অজু করার আগে টয়লেটে যান। দীর্ঘ সময় ধরে তিনি ভেতরে অবস্থান করায় অন্য মুসল্লিদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, “মসজিদের বাথরুমে মুসল্লি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।”
মন্তব্য করুন