বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামের দক্ষিণ পাড়ায় খালের উপর ২০১০ সালে নির্মিত ফুট ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ায় ব্রিজটি ঝুকি পূর্ণ হয়ে গেছে। ফলে ২২ গ্রামের দেড় লক্ষাধিক মানুষকে ঝুকি নিয়ে পারাপার হতে হচ্ছে।
বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামের দক্ষিণ পাড়ায় খালের উপর ২০১০ সালের প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের একটি ফুট ব্রীজ নির্মাণ করে। ব্রিজটি নির্মাণের সময় ওই ব্রীজের দুপাশে এপ্রোজে কোনো মাটি ভরাট করা হয়নি। সেই থেকে ওই এলাকা সহ আশ পাশের লোকজনকে ঝুঁকি নিয়েই ব্রিজটি পারাপার হতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, এলাকাটি কৃষি নির্ভর এলাকা। ওই এলাকার প্রায় ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের ওপর নির্ভরশীল। কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্য ওই ব্রিজের ওপর দিয়ে আনা নেয়া করতে পারে না। ফলে ৩ কিলোমিটার পথ ঘুরে ঘুরে চলাচল করতে হয়।
এ ছাড়াও ব্রিজের দু’পাশে বাঁশের চরাট দিয়ে পারাপার হতে হয়। এ বিষয়ে জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী করতোয়া’কে বলেন, ব্রিজটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসররা তৈরী করায় অল্প সময়ের মধ্যে ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে। এমনকি ব্রিজের দুপাশে এপ্রোজে মাটি ভরাট না করায় বাঁশের চরাটে উপর দিয়ে পারাপার হতে হচ্ছে।
আরও পড়ুনএতে করে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটতে থাকে। এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান তালুকদার বলেন, সম্প্রতি তিনি বগুড়ার সোনাতলায় যোগদান করেছেন। এ বিষয়ে কেউ তাকে অবগত করেননি।
মন্তব্য করুন