ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরির রাথুরা রাধানগর এলাকায় দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রী লায়লা আরজুকে গলা কেটে হত্যা করেন স্বামী সেকেন্দার আলী। 

শনিবার (১৮ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘিওর উপজেলার রাথুরা এলাকায় সেকেন্দার আলীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সেকেন্দার আলী ঘিওরের বানিয়াজুরির রাথুরা রাধানগর এলাকার মৃত সামছুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নিহত লায়লা আরজু দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, থাইরয়েড ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত ছিলেন। এছাড়া স্বামী সেকেন্দার আলীর চর্মরোগ থাকায় স্বামী-স্ত্রী আলাদা রুমে থাকতেন। এক পর্যায়ে সেকেন্দার আলী দ্বিতীয় বিয়ে করতে চাইলে স্ত্রী বাধা দেন। এ নিয়ে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে ও বুধবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সেকেন্দার আলী স্ত্রীকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এরপর রান্না ঘর থেকে ছুরি এনে স্ত্রী লায়লা আরজুর গলায় আঘাত করেন। আঘাতের পর রক্ত বের হলে ওড়না দিয়ে স্ত্রীর গলা বেঁধে ঘরে ফেলে রেখে বাজারে চলে যান।

আরও পড়ুন

এরপর বাজার থেকে ফিরে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে দেখে চিৎকার করে লোকজনকে ডাকেন এবং স্থানীয় ডাক্তার ও পুলিশে খবর দেন। পরে এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের ভাই মাইনুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় আরেকটি মামলা করেন।

পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানান, ঘটনার পর তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। ঘটনার পর সিআইডি, গোয়েন্দা পুলিশসহ থানা পুলিশ সিভিলে কাজ করেছেন বলে এসপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের