ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

জয় বঞ্চিত আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা 

জয় বঞ্চিত আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে আর্সেনাল। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো অ্যাস্টন ভিলা। ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচটি ড্র করে প্রিমিয়ার লিগে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেলো গানাররা। অ্যাস্টন ভিলার স্ট্রাইকার ওলি ওয়াটকিনস আবারও আর্সেনালের বিপক্ষে ত্রাস হয়ে উঠলেন, তিনিই সমতাসূচক গোল করে স্বাগতিকদের জয়বঞ্চিত করেছেন।

গত মৌসুমে এমিরেটসে ভিলার কাছে ঘরের মাঠে হারের স্মৃতি মুছে ফেলার পথে ছিল আর্সেনাল, যখন গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং কাই হাভার্টজ দুই অর্ধের মাঝামাঝি সময়ে (৩৫ ও ৫৫ মিনিটে) কাছ থেকে গোল করেন। জয় পেলে আর্সেনাল শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্ট পেছনে থেকে ব্যবধান কমাতে পারতো, কিন্তু ভিলা ঘুরে দাঁড়ায় যখন ইউরি টিলেমানস ৬০ মিনিটে হেড করে একটি গোল করেন এবং আট মিনিট পর ম্যাটি ক্যাশের ক্রস থেকে ওয়াটকিনস ভলিতে গোল করে সমতা আনেন। এরপর একটি উত্তেজনাপূর্ণ সমাপ্তি ঘটে। যেখানে আর্সেনাল ভেবেছিল তারা জয় পেয়েছে, মিকেল মেরিনোর প্রচেষ্টা হাভার্টজের গায়ে লেগে জালে প্রবেশ করলে। তবে, সেটি হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়।

আরও পড়ুন

লিভারপুলের ৫০ পয়েন্টের বিপরীতে আর্সেনালের এখন ৪৪ পয়েন্ট, তবে আর্সেনাল একটি ম্যাচ বেশি খেলেছে। ভিলা এক ধাপ উপরে উঠে সপ্তম স্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদেরও গোপন কারাগারে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!

এখনও তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বিমানে

বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ, অপেক্ষায় ‘ফাইনাল’ 

পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি রঙের পোশাক দেওয়া উচিত- উমামা

ফরিদপুরে অভিযানে ‘স্থানীয়দের হামলায়’ ৩ ডিবি সদস্য আহত

নাটকীয় প্রত্যাবর্তনে ৯ গোলের ম্যাচে বার্সার জয়