ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে পেশাদার তিন গরুচোর গ্রেফতার

বাগেরহাটের পেশাদার তিন গরুচোর

বাগেরহাটে পেশাদার গরুচোর সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ চারটি গরু উদ্ধার করেছে। 

আজ রোববার (১৯ জানুয়ারি) থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিক রেজা বাদী হয়ে মামলা দায়ের করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চুরির সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া হলেন—ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুরমোহম্মদের ছেলে আ. ছালাম (৫০), মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০) ও একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।

আরও পড়ুন

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটছিল। এ কারণে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়, যেখানে পেশাদার তিন গরুচোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোল্লাহাট এলাকা থেকে চারটি গরু উদ্ধার করা হয়। প্রকৃত গরুর মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাব : বদিউল আলম

আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো : ট্রাম্প

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল: সংস্কার কমিশনের প্রধান

পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ

গাজীপুরে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক কমিটি