এ ঘটনায় বহিরাগত দুই উত্ত্যক্তকারীদের হেফাজতে নিয়েছে পুলিশ। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, বাদল মিনা ও হাসিব শেখ নামে দুই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৪ বিকাল
খুলনায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে আহত ২ শিক্ষার্থী
খুলনার ফুলতলায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছে দুই ছাত্র।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার এম এম হাইস্কুলে তারুণ্যের মেলায় এ ঘটনা ঘটে।
আহত দুই ছাত্র হলো এম এম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র রউফুল কায়েস ঈষান ও এসএসসি পরীক্ষার্থী আমীন শেখ। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ঈষান জানায়, ‘সকালে বহিরাগত তিন যুবক মেলায় ঢুকে ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। আমরা প্রতিবাদ করায় আমাদেরকে স্কুলের পাশের একটি দোকান নিয়ে ছুরি মেরে আহত করে।’
আরও পড়ুনমন্তব্য করুন