ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক চাপায় মো. আসাদ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এছাড়া তিন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মদনপুর-মদনগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। 

নিহত আসাদ উপজেলার পুরাতন বন্দর চৌধুরী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে পুরাতন বন্দর থেকে তিনজন যাত্রী নিয়ে সেন্ট্রাল খেয়াঘাটে যাচ্ছিলেন আসাদ। মদনগঞ্জ-মদনপুর সড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয়। এতে আহত হন অটোরিকশার তিন যাত্রী। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন

তিনি বলেন, স্থানীয়রা চালকের গ্রেফতার, সিসি ক্যামেরা স্থাপন ও গতিরোধক নির্মাণের তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে। পরে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। 

তিনি বলেন,  আহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে আহত ছাত্র ও শ্রমজীবিদের চিকিৎসা

বগুড়ায় প্রায় ৫শ কেজি পলিথিন জব্দ : ১০ হাজার টাকা জরিমানা

ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দুইজনের জেল

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের