ভোলায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৬
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মাদকসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ রোববার ( ১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মুন্সিরচর, গুইংগারহাট, উকিলপাড়া, মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরে দুপুর ২টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. রিফাত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. রাসেল(৪৪), পাভেল বিশ্বাস (৪৮), গৌতম বনিক(৪৫), মো.লিটন (৫২), মো. মাহাবুব (৩০) এবং পারুল বেগম (৪০)। তারা সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা।
আরও পড়ুনসংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ, কোস্টগার্ড ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলার সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি ডেগার, ১টি হটস্ট্রিক, ১টি খুর, ২টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫টি গ্রিফ ওয়াটার, ১২০ পিছ ইয়াবা, দেড় কেজি গাঁজা, ২টি ল্যাপটপ, ০১টি পাসপোর্ট, ২টি পেনড্রাইভ, ২টি ড্রাইভিং লাইসেন্স, এবং নগদ ৪ লক্ষ ৬২ হাজার ৬০ টাকা সহ ০৬জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলমত ও মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন