ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। 

ইউপি সদস্য আব্দুস শহীদ অভিযোগ করেন, শনিবার রাতে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুইজন যুবক নোমানের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ অভিযোগ করেন, মারজান আহমদ গং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ

পাঁচবিবি সীমান্তে বিজিবি’র বাধায় বিএসএফ’র বেড়া নির্মাণ বন্ধ

নির্বাচনী ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কার প্রস্তাব : বদিউল আলম

আমরা শুধু জিতবো, জিতবো এবং জিতবো : ট্রাম্প

৪০ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল: সংস্কার কমিশনের প্রধান

পান্থপথে প্রবাসীদের সড়ক অবরোধ