ভিডিও মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

জগজিৎ-চিত্রা’র গান ইউসুফ- লিজার কন্ঠে যেন মধু ছড়ালো

দুই সঙ্গীতশিল্পী ইউসুফ- লিজা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও সানিয়া সুলতানা লিজা। ইউসুফ সেরাকন্ঠ’খ্যাত সঙ্গীতশিল্পী, লিজা ক্লোজআপ ওয়ান’খ্যাত সঙ্গীতশিল্পী। দীর্ঘ দিনের সঙ্গীত জীবনের পথচলায় তারা দু’জন বিটিভিতে প্রচারিত একটি মৌলিক গানই গেয়েছেন একসঙ্গে। কখনো একসঙ্গে কোনো স্টেজ শো’তেও তারাস সঙ্গীত পরিবেশন করার সুযোগ পাননি। এবারই প্রথম তারা দু’জন একইমঞ্চে একসঙ্গে গান গাইবার সুযোগ পেলেন।

গত ১৮ জানুয়ারি রাজধানীর পল্টনে ‘ব্যাংক এশিয়ার’ ১৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসুফ ও লিজা একইমঞ্চে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পান। মূলত অনুষ্ঠানে তারা দু’জন জগজিৎ সিং ও চিত্রা সিং- এর গজল গান পরিবেশন করেছেন। আয়োজকদের প্রবল আগ্রহেই মূলত ইউসুফ ও লিজা’কে দিয়ে জগজিৎ ও চিত্রা’র গানগুলো গাওয়ানো হয়। অনুষ্ঠানের শুরুতেই লিজা পরিবেশন করেন ‘দুটি মন আর নেই দুজনার’। এরপর ইউসুফ পরিবেশন করেন ‘ঘাম কী খাজানা’। এরপর লিজা পরিবেশন করেন ‘বাঁকা চোখে বল না’, এরপর ইউসুফ পরিবেশন করেন ‘তুমকো দেখা তো’সহ আরো বেশ কয়েকটি একক গজল।

ইউসুফ ও লিজা একসঙ্গে যে গানগুলো পরিবেশন করেন সেগুলো হলো ‘তুমি এসে আমার মনে’,‘ বেদনা মধুর হয়ে যায়’,‘ চোখে চোখে রেখে’সহ আরো কয়েকটি গান। লিজা আরো পরিবেশন করেন ‘আমার চোখের জলের মাঝে’,‘ আকাশ মেঘে ঢাকা’,‘ মনে করো যদি’সহ আরো কয়েকটি গান। ইউসুফের কন্ঠে শ্রোতা দর্শকেরা আরো উপভোগ করেন ‘বুঝিনিতো আমি’,‘ কই ফারিয়াদ’,‘ তুম ইতনা জো মুসকুরা’ ‘পেয়ার কা পেহলা’,‘ হুতো সে ছুঁলো তুম’ ইত্যাদি। দু’জনেই এককভাবে যেমন একের পর এক শ্রোতাদের মুগ্ধ করছিলেন, ঠিক তেমনি দু’জনের দ্বৈত পরিবেশনা যেন সেই মুগ্ধতা আরো ছাড়িয়ে গিয়েছিলো। উপস্থিত শ্রোতা দর্শকেরা বারবার বলে উঠছিলেন যে, ইউসুফ ও লিজার কন্ঠ দিয়ে গানে গানে যেন মধুই বের হয়ে আসছিলো। দু’জনের সুরেলা কন্ঠ, ইউসুফের কন্ঠের মেলোডি ও আর লিজার মিষ্টি কন্ঠ পুরোটা সময়জুড়ে যেন গানে গজলে শ্রোতা দর্শকে একে অন্যরকম আবেশে বেঁধে রেখেছিলো।

আরও পড়ুন

ইউসুফ আহমেদ খান বলেন,‘ লিজা আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। তারসঙ্গে এর আগে একটি মৌলিক গানই গাইবার সুযোগ হয়েছিলো। আর স্টেজ শোতে এবারই প্রথম আমাদের পরিবেশনা ছিলো। পরিবেশ, দর্শক শ্রোতা এবং সার্বিক আয়োজন এতো চমৎকার ছিলো যে গান গাইতেও ভীষণ ভালোলাগছিলো। পল্লব কাকু’সহ সকল মিউজিসিয়ানদের প্রতি আন্তরিক ভালোবাসা রইলো। ধন্যবাদ আয়োজকদের।’

লিজা বলেন,‘ ইউসুফ ভাইয়ের সঙ্গে একইমঞ্চে একসঙ্গে গান গেয়ে সত্যিই ভীষণ ভালোলাগলো। আমি আসলে বুঝতে পারিনি সবমিলিয়ে সবশেষে আয়োজনটা এতো চমৎকার হবে, এতোটা ভালোলাগার হয়ে উঠবে। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আয়োজকদের এবং মিউজিসিয়ানদের প্রতি। ইউসুফ ভাইয়ের সঙ্গে আবারো একসঙ্গে গাইবার আগ্রহটা বেড়ে গেলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিয়েই মেলানিয়াকে নিয়ে নাচলেন ট্রাম্প

পুলিশের সব ইউনিটে একই পোশাক থাকবে: ডিএমপি কমিশনার

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আনচেলত্তি!

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে সরব মমতা

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে প্রেমিকার অনশন