ভিডিও সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

হার দিয়ে শুরু টাইগ্রেসদের ক্যারিবীয় সফর

হার দিয়ে শুরু টাইগ্রেসদের ক্যারিবীয় সফর ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততেই হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে শুরুতেই হোঁচট খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার সেন্ট কিটসে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতেছে ক্যারিবীয় মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেলো। বাকি দুই ম্যাচে এখন জিততেই হবে জ্যোতিদের। 

সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে সুযোগ পায় বাংলাদেশ। ভালো শুরুর পরও বড় স্কোর করতে না পারায় দলের ইনিংসটিও বড় হয়নি। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে পারেন নারীরা। সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন সুপ্তার ব্যাটে। মুর্শিদা খাতুন করেন ৪০ রান। সোবহানা মোসতারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন।

আরও পড়ুন

১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ দারুণ জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে অধিনায়ক ম্যাথিউস হয়ে যান দেশটির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৯৩ বলে ১৬ চারে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। কিয়ানা খেলেন ৭০ রানের ইনিংস। দুজন মিলে গড়েন ১৬৪ রানের উদ্বোধনী জুটি। ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান। একটি মাত্র উইকেট হারিয়ে স্বাগতিক দল ৩১.৪ ওভারে জয় নিশ্চিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরণখোলায় ট্রলিচাপায় এক চালক নিহত

দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

মাদারীপুরে বোমার আঘাতে পা উড়ে যাওয়া যুবকের মৃত্যু

ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকট চিলমারী-রৌমারী রুটে এক মাস যাবত ফেরি চলাচল বন্ধ

কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত

চাঁদাবাজির সময় শিক্ষার্থীদের হাতে ধরা, ২ পুলিশ সদস্য বরখাস্ত