প্রতিপক্ষের জালে অর্ধডজন গোল ম্যানসিটি’র
স্পোর্টস ডেস্ক : ইপসউইচের মাঠে যেন গোলের পসরা সাজিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। গতকাল রোববার এক এক করে ৬ গোল করেছে পেপ গার্দিওলার দল। ৬-০ গোলের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের সেরা চারে জায়গা করে নিয়েছে ম্যানসিটি।
রোববার সিটির গোল উৎসবের শুরুটা করেন ফিল ফোডেন। ২৭ মিনিটে অচলাবস্থা ভাঙেন তিনি। জেরেমি ডকু ও কেভিন ডি ব্রুইনার তৈরি করা বলে সামান্য স্পর্শ করেই ইপসউইচের জালে জমা করেন তিনি। ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মাতিও কোভাসিস। ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ফোডেন। ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় সিটি। ইপসউইচের গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়ালটনের পায়ের নিচ দিয়ে বল জালে জমা করেন ফোডেন। ৪৯ মিনিটে গোল করেন জেরেমি ডকু (৪-০)। ৫৭ মিনিটে আরলিং হালান্ডকে আরেকটি গোল বানিয়ে দেন বেলজিয়ান উইঙ্গার। চলতি সপ্তাহে সিটির সঙ্গে ১০ বছরের চুক্তি করা হালান্ডের গোলে ৫-০ তে এগিয়ে যায় সফরকারীরা। ম্যানসিটির হয়ে শেষ গোল করেন বদলি খেলোয়াড় জেমস এমকেতি (৬-০)। ৬৯ মিনিটে দুর্দান্ত হেডে ইপসউইচের গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।
সেরা চারে জায়গা দখল করতে বড় ব্যবধানেই জিততে হতো ম্যানসিটিকে। কেননা গার্দিওলার দল ৩-০ গোলে জিতলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হতো না। কিন্তু অর্ধডজন গোলে জেতার ফলে নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে গোল ব্যবধান ৩ বাড়িয়ে নিতে পেরেছে সিটি। অর্থাৎ সিটি সেরা চারে উঠেছে গোল ব্যবধানে এগিয়ে থেকে। ২২ ম্যাচে সিটির পয়েন্ট ৩৮ (গোল ব্যবধান ১৫+)। সমান ম্যাচে নিউক্যাসেলেরও পয়েন্ট ৩৮ (গোল ব্যবধান ১২+)। শীর্ষ থাকা লিভারপুল ১২ পয়েন্ট এগিয়ে। ২১ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৫০। ১৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানেই স্থির ইপসউইচ।
আরও পড়ুন
মন্তব্য করুন